দায়

শিস খন্দকার

১২ মে, ২০২১ , ১১:৪৫ অপরাহ্ণ ; 696 Views

দায় - শিস খন্দকার

এইযে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি কুসুম—এর দায় কে নেবে? এইযে আমি কান্নার নামতা ভুলে যাচ্ছি ক্রমশ—এর দায় কে নেবে? অতিবেগুনি রোদ? দমকা হাওয়া? ভুল কোনো প্রেমিকা—হঠাৎ পাওয়া? নবান্নের স্মৃতি? সন্ধ্যের মালতি? অন্ধের উপাসনা—অবুঝ আরতি? তোমার তাচ্ছিল্যের শহরে এই তুচ্ছ দায় কেউ কি নেবে কুসুম?

 

আমার কাতরতায় তুমি কাতর হও, আমার কান্না ছোঁয়াচে হয়ে ওঠে তোমার কাঁজল চোখে। তোমাকে হাসাতে জীবনভর হাসতে হবে—এই বোধ রেখেছি অবিনশ্বর করে বুকের ভেতরে বেঁধে। আজ বোধের অধিক ব্যথার দিনেও, আজ শুকনো পাতাদের মর্মরেও—এইযে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি কুসুম—এর দায় কে নেবে?

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]