রওশন রুবী
১৩ মে, ২০২১ , ১২:০২ পূর্বাহ্ণ ; 592 Views
নালা কেটে জল এনে পলি জন্মালে-
নিড়ানির হাতে হাতে রুয়ে দেবো ফসল।
আদিম জমিন চাষ হবে নতুন নাঙলে।
কৈবর্তের জলের মতো ভাসবে
নোনা ঘাম জামার বোতামে,
মাছেরা সাঁতরে এলে লাল নীল চোখে,
আমার বৃষ্টির কাজল তাদের ধোয়াবে।
আমাদের রোগা শহর, ভাড়াটে ছাদ,
শুকানো মধ্যবিত্তের কাপড়ে লুকানো ফুটো
ঘরে তুলি ঘষে ঘষে জীবাণু নাশক।
বাজারের ব্যাগ ভরে আনাজে আনাজে
চাষাবাদ আমাদের তুলে আনি সংসারে।
আহা দূর… আহা দূর…এটুকু কি জানো-
আমাদের হাত ধরা ধরি হবে কি কখনো?