মিকদাদ মুগ্ধ
১২ মে, ২০২১ , ১১:২৮ অপরাহ্ণ ; 679 Views
প্রায় সব চায়ের দোকানের কাপে আমার ঠোঁটের ছাপ
ঘুরে দেখা হয়ে গেছে সব অলিগলি এই শহরের
ভিড়ভাট্টা লেগে থাকা জায়গা গুলোতে
খুব যত্নে, পাওয়ার চশমায়, একের পর এক মানুষের
মুখের দিকে তাকিয়েছে আমার ঝলসানো চোখ
বড়ো দুটি গোরস্থানে দিন-রাত কাটিয়েছি বেশ কয়েকবার
লাশ পোড়ানোর গন্ধ ভালো লাগে না আমার
তবুও দাঁড়িয়ে থেকেছি শ্মশানে।
শুধু মৃত্যুতে তোমরা শোকাহত হও
অথচ আমি উৎসবেও শোকাহত থাকি।
তোমাদের আপন আছে বলেই-
আনন্দ-উল্লাস হয়; দুঃখ আসে, সুখ আসে,
আমার শোক ছাড়া,কোনো আপন নেই, কোনো তুমি নেই!