নিঃসঙ্গতা 

মিকদাদ মুগ্ধ 

১২ মে, ২০২১ , ১১:২৮ অপরাহ্ণ ; 679 Views

নিঃসঙ্গতা  - মিকদাদ মুগ্ধ

প্রায় সব চায়ের দোকানের কাপে আমার ঠোঁটের ছাপ

ঘুরে দেখা হয়ে গেছে সব অলিগলি এই শহরের

ভিড়ভাট্টা লেগে থাকা জায়গা গুলোতে

খুব যত্নে, পাওয়ার চশমায়, একের পর এক মানুষের

মুখের দিকে তাকিয়েছে আমার ঝলসানো চোখ

বড়ো দুটি গোরস্থানে দিন-রাত কাটিয়েছি বেশ কয়েকবার

লাশ পোড়ানোর গন্ধ ভালো লাগে না আমার

তবুও দাঁড়িয়ে থেকেছি শ্মশানে।

 

শুধু মৃত্যুতে তোমরা শোকাহত হও

অথচ আমি উৎসবেও শোকাহত থাকি।

তোমাদের আপন আছে বলেই-

আনন্দ-উল্লাস হয়; দুঃখ আসে, সুখ আসে,

আমার শোক ছাড়া,কোনো আপন নেই, কোনো তুমি নেই!

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]