চুপচাপ নীরবে
শুনশান দুপুরে,
টিপটিপ বৃষ্টিতে
কত কথার সৃষ্টিতে,
ফিসফিস কানকথা
হাঁটি হাঁটি যায় সেথা,
আলো আর আঁধারে
নিথর এই পাথারে,
যাত্রী বিহীন এই পথে
কলসি বিহীন সেই ঘাটে,
টুকটাক শব্দটায়
গহীন রাতের নিস্তব্ধতায়,
তালপাতার শনশন
সুপ্ত লাভার গনগন,
ঝিঁঝিঁ পোকার ঝিঁঝিঁ
শান্ত জলে মাঝি,
উড়ছে সেথা পনপন
যেন মাছির ভনভন,
এত কিছুর আড়ালে
আসল কথা ছড়ালে,
দেখতে বড় মিষ্টি
ফেরাতে পারি না দৃষ্টি,
সেই দৃষ্টির আড়ালে
এই হৃদয়টা নাড়ালে,
হাত দুটো বাড়ালে
আমায় ডেকে দাঁড়ালে,
বাঁকা চোখে তাকালে
ভালোবাসায় মাখালে,
তোমার প্রেমে অন্ধ
নেই যে কোথাও দ্বন্দ্ব,
ভালোবেসেছ বলে
হৃদয় দিয়েছি মেলে,
হৃদয়ে জেলেছ আলো
তাইতো বেসেছি ভালো,
তোমার ভালোবাসা আচ্ছা বেশ
নীরবে ভালোবাসা এই নয় শেষ।