গোধূলির আবির রাঙা ক্ষণ
কিছুক্ষণ পরে রাত্রির গাঢ় অন্ধকারে
মিলিয়ে যাবে বন্ধু,
এখন যাও ;
তুলসী ছুঁয়ে দীপশিখা জ্বালাও!
দিনের শেষ ট্রেন শিটি দিচ্ছে স্টেশনে
এখন যাই।
আসছে শ্রাবণের কোন এক বর্ষণমুখর
ঘনোসন্ধ্যায়,
বেহালা যদি বাজে ;
মনে করো ফিরে এসেছি…