মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

বেহালা যদি বাজে

বাদল রহমান

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - বেহালা যদি বাজে - বাদল রহমান

গোধূলির আবির রাঙা ক্ষণ

কিছুক্ষণ পরে রাত্রির গাঢ় অন্ধকারে

মিলিয়ে যাবে বন্ধু, 

এখন যাও ;

তুলসী ছুঁয়ে দীপশিখা জ্বালাও! 

দিনের শেষ ট্রেন শিটি দিচ্ছে স্টেশনে

এখন যাই। 

আসছে শ্রাবণের কোন এক বর্ষণমুখর

ঘনোসন্ধ্যায়, 

বেহালা যদি বাজে ;

মনে করো ফিরে এসেছি…