ভালোই লাগে!

ফজলে রাব্বী

১৩ মে, ২০২১ , ১:১৭ পূর্বাহ্ণ ; 853 Views

ভালোই লাগে! - ফজলে রাব্বী

ভালোই লাগে!

বৃষ্টি আমার ভালোই লাগে

ঠিক যতটা তোমায়

মন পুড়ে তাই তোমার প্রেমের

বিস্ফোরিত বোমায়।

 

উফ কি দারুণ!

দারুণ লাগে কদম যখন

মগডালে দেয় দোলা

ঠিক ততটাই তোমায় লাগে

রাখলে গো চুল খোলা।

 

ভালোই লাগে!

ভিজতে আমার ভালোই লাগে

গুচ্ছ কদম হাতে

যেমন লাগে পড়লে পায়েল

তোমার রাঙা পা”তে।

 

দারুণ লাগে!

দারুণ লাগে বৃষ্টি যখন

পড়ে টিনের চালে

যেমন লাগে হাসলে তোমার

টোল পড়ে দুই গালে।

 

ভালোই লাগে!

কাঁদতে আমার ভালোই লাগে

বৃষ্টি যখন আসে

যেমন করে তোমার ছবি

স্মৃতির পাতায় ভাসে।

 

খুব সে প্রিয়!

বর্ষা আমার খুব সে প্রিয়

যেমন জানি তোমায়

মন পুড়ে তাই তোমার প্রেমের

বিস্ফোরিত বোমায়।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]