আতাউর রহমান লিটন
১৩ মে, ২০২১ , ১:২১ পূর্বাহ্ণ ; 615 Views
ঝিঁ ঝিঁ পোকা ডাকছে ঝোপে
পেঁচা ডালে ডালে
খোকন সোনা ফিরে চায়
ডাকের তালে তালে।
জোনাকিরা আলো জ্বালায়
ঝোপের ফাঁকে ফাঁকে
একটা আলো দাও এনে
বলছে খোকন মাকে ।
সন্ধ্যা হলে ঝোপের মাঝে
মন্দ হাওয়া বায়
কালো ছায়া নেমে আসে
বলে খোকন আয় ।
ভয়ে খোকন কাঁপে থরথর
ঝোপের ডগা দোলে
গা ছমছম ভয় পেয়ে মা
খোকনকে নেয় কোলে ।