মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মিসাইল 

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - মিসাইল - মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্

তোমাকে দেখার সময় বাইকের ধাক্কায় মৃত্যু, পত্রিকায় কেউ লিখেনি সে কথা। হয়তো বুঝতে পারোনি অকাল মৃত্যুর হেতু। বুঝতে পারোনি বোকার স্বর্গে বাস করা আমি, কী রকম গাধার মতো তাকিয়ে থাকতাম তোমার দিকে।

রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কতো সৈনিক নিহত হচ্ছে। কতো প্রেমিকের মৃত্যু হয় মিসাইলের আঘাতে। কতো হৃৎপিন্ড ঝাঁঝরা হয়ে যায় গোলাপের পাপড়ি ঝরে পড়ার মতো। সে খবর কেই-বা রাখে!

আমিও তো যোদ্ধা, যুদ্ধাহত এক সৈনিক। ভালোবাসার যুদ্ধে আমিও পরাজিত, সে সংবাদ কেই-বা রাখে!

মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্
Latest posts by মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ্ (see all)