মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মেঘবালিকার বিষ্টি ফোঁটায় 

বজলুর রশীদ

২৫ জুন, ২০২৩ , ২:২৬ অপরাহ্ণ

মেঘবালিকার বিষ্টি ফোঁটায় - বজলুর রশীদ

মেঘবালিকা আকাশ ঢাকে                   

আষাঢ়-শ্রাবণ মাসে,

রিমিঝিমি বিষ্টি ফোঁটায়

তালে তালে আসে। 

মাতিয়ে রাখে বিষ্টি ফোঁটা

সন্ধে, সকাল,দুপুর,

দৃষ্টি কাড়ে গাছের পাতায়

শব্দ টাপুরটুপুর। 

মুষলধারে বিষ্টি ফোঁটায়

আঁকে গতি মেঘ,

বাতাসের-ই শনশনানী-

বাড়ায় গতিবেগ। 

বিষ্টি ছোঁয়ায় কদম,কেয়া

ঘোমটা খুলে তাকায়, 

কদম কেয়ার ফুলে ফুলে

সৌরভে মন মাতায়।

সে রূপ দেখে মন ছুটে যায়

সদাই চেয়ে রই,

নদী-নালা,খালে-বিলে

জল করে থৈ থৈ। 

পুকুর,ডোবায় সাঁতরে চলে

পাঁতিহাসের দল, 

জলকেলিতে সারাটাদিন

ওদের কোলাহল। 

বর্ষাকালে বিষ্টি যেমন

আসে থেকে থেকে,

যাচ্ছে দূরে বকের সারি

উড়ে এঁকেবেঁকে। 

মেঘবালিকার বিষ্টি ফোঁটায় 

জাগে শত সুর,

বর্ষাকালে রিনিঝিনি 

খুবই সুমধুর।