মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

মেঘ ভাসার দিনে

শুভ্র সরকার

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - মেঘ ভাসার দিনে - শুভ্র সরকার

তাজ্জব এক মেঘের গড়ন যেন, খেলা করছে 

আকাশে। যেন বেজার মুখের প্রতিবেশীর মতন

ঘন নিমগ্ন মেঘস্তুপ

দুপুর থেকে জন্মানো

যেন হাওয়ায় ফুলে ওঠা দিনে

পৃথিবীর গোলার্ধ

এক ছায়া ছাওয়া বন

সেখানে এসে আজ

সূর্যাস্তের বিঁধবে না প্রেম

এদিকে আষাঢ়ে বাড়ির চারপাশে গজিয়েছে

কিছু সুগন্ধি লতা গুল্ম

যেখানে লিখে রাখছি আমার একটা

লানতের বিকেল