মেহেদী ইকবাল
১২ মে, ২০২১ , ১১:৫২ অপরাহ্ণ ; 872 Views
রাস্তাগুলো জিলেপির মতো
জিলেপি খাওয়া যায়
খাওয়া যায় রাস্তাও!
তবে সবাই পারে না খেতে
রাস্তা খেতে লাগে দাঁত তীক্ষ্ণ আর ধারালো
যারা রাস্তা খায়
তারা খেতে পারে সবকিছু
এমনকি দেশটাও!
আমার নিরীহ দাঁত
জিলেপি খেতেও এখন মানা চিকিৎসকের!
রাস্তাগুলো জিলেপির মতো
আমরা রাস্তায় নামি
আর পড়ে যাই গোলকধাঁধায়
কোন্ রাস্তা দেবে খোঁজ রুটি রুজির
কোন্ রাস্তা পৌঁছে দেবে কাংখিত ঠিকানায়?
বনবিবির কথা মনে পড়ে
বনবিবি করেছে কি ক্ষতি কারো?
কোন্ রাস্তায় যাওয়া যাবে খেয়াঘাট
কোন্ রাস্তা পৌঁছে দেবে জঙ্গলে নিবিড়?
জঙ্গলে শুয়ে আছে চাঁদ
আহা! বিদ্যুৎ বিভাগ
এই গরমে
উপহার দিয়েছে আমাকে
একজোড়া মোম!