রাত বিরাতে বিষন্ন ঘোর

মাসুদ চয়ন

১২ মে, ২০২১ , ১১:৪৪ অপরাহ্ণ ; 672 Views

রাত বিরাতে বিষন্ন ঘোর - মাসুদ চয়ন

রাতের নক্ষত্র গুনছি নিভৃতচারী হয়ে;

ওরা নিঃসঙ্গ পাখিদের মতো নির্জন একা;

ওদের ভ্রমনপট শূন্যতার অফুরান বলয়ে;

স্মৃতির স্মারনি

ধরে রাত্রি অতিবাহিত হয় ঘোরে বিস্ময়ে;

রাত্রির রন্ধ্রে রন্ধ্রে অতন্দ্র প্রহরী হয়ে ভয় তাড়ায় ঝিঁ ঝিঁ পোকারা;

দু একটি জোনাকির আবির্ভাব হলে জমে ওঠে বিষন্ন আড্ডাবাজি;

একেকটি ভগ্নহৃদয় নিবিড় হয়ে ওঠে নির্জন শোরগোলে;

উশৃঙ্খল বাতাসের ঝাপটায় চিরচেনা তুমি স্মৃতি হয়ে ফিরে এলে দুপ করে নিভে যায় চতুষ্কোণী শোরগোল-

কত আঁধারের উত্যঙ্গ তরঙ্গ ভেদ করে কুয়াশার পথে ছুটে ক্লান্ত হয়ে কোমল ঘাসের গালিচায় নেতিয়ে পড়ি তুমি জানবেনা কখনো;

তোমার জানার পরিধি আজ বিপরীত্যের প্রতিকূল আবহ ছাওয়া;

ইশারার ভাষা নক্ষত্ররা টেনে নিচ্ছে;

এ বিশাল মিল্কিওয়ে গ্যালাক্সির গতিপথে বিষ্ঠাঝড়ে তলিয়ে যাচ্ছি;

মনে হয় সহস্র যুগ ধরে নক্ষত্রের পাড়ে বসে আছি;

ফেরার নিবিষ্ট অভিযোগ কার কাছে করি বলো?

ক্ষয় চিহ্নের অগ্নিসংযোগে ভস্মীভূত হচ্ছে জীবন বোধ-

তোমার ফেরার অনলে আত্মবিসর্জন দিয়েছি স্বপ্ন সম্ভার;

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]