হেলেন আরা সিডনী
১৩ মে, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ ; 668 Views
মেয়েটি বারান্দার গ্রীল দিয়ে দীর্ঘ সময় ধরে
অপলক নয়নে ঝরোঝরো ঈদের আনন্দ খোঁজে
মিষ্টি ডাক শোনার ক্লান্তিহীন কান পেতে রাখে
জীবন তরীতে এক বিন্দু মমতার পরশ পাবে বলে ।
ঈদ আসে – ঈদ যায় ছোট্ট কাদামাটি মনের ঘরে
আসে না কোনো আপনার জন ; আসে না প্রাপ্তি
মেয়েটি আঁধারের ছায়ায় ; ভালোবাসার মায়ায় লুটায়
পেছনকে ফেলে…আগতকে দূরে রেখে…আজকে দাঁড়িয়ে।
মেয়েটি সময়ের ফ্যাকাশে দূর ছাই ভাঙ্গাগড়ার কোনে পরে থাকে
ঈদ আনন্দের উচ্ছল চঞ্চলতায় আগের মতো হারায় না
অনারম্বর জীবন ইন্দ্রজাল ছিন্ন করেও ভালোবাসা খোঁজে।
ঈদের ঘরে থাকে না বিলাসী খাবারের আয়োজন
থাকে না জীবনের উজ্জ্বলতা ; নিরন্তর ছুটে চলা
ঈদ যেনো মেয়েটির বুকে বন্দীত্বের ধৈর্য – সহ্যের স্বাক্ষর
কষ্টের চূড়ায় দাঁড়িয়ে নিস্পেষিত আত্মায় শুধুই পথ চেয়ে থাকা
দু:খের আলিঙ্গনেও ঈদ যেনো মেয়েটির ঠোঁটের কোনে হংসমিথুন।