মুগ্ধতা ব্লাড ব্যাংকে আপনার দেওয়া তথ্য বাঁচাতে পারে একটি জীবন। আপনার তথ্য দিন, প্রয়োজনে রক্ত খুঁজুন এখানে।

হয়তো

ফিরোজ এহতেশাম

২৫ জুন, ২০২৩ , ৯:১৭ পূর্বাহ্ণ

কবিতা - হয়তো - ফিরোজ এহতেশাম

হয়তো প্রতিটা বীজের অঙ্কুরোদগমে চিরকাল বিস্মিত হয় মাটি

হয়তো কোকিলের ডাক বলে যাকে ভাবতেছ তা আততায়ীর অন্তিম ইশারা

হয়তো এই স্তব্ধতা আগুন জ্বলে উঠবার মুহূর্তপূর্বের আর্তনাদ

হয়তো মুখোমুখি দুইটা আয়নার মাঝখানে পড়ে গিয়ে তুমি 

আবিষ্কার করতেছ অনন্ত অসীমের নির্জন স্পর্শ

হয়তো নিজের অস্তিত্বে আজীবন যাকে অনুভব করছ তার কোনো নাম নাই

হয়তো একদিন নির্মমভাবে চলে যেতে হবে বলে তুমি কখনও জন্মালাই না

হয়তো কোনো সমাধির ওপর বেড়ে ওঠা গাছের সজীব উজ্জ্বলতার সাথে

সমাধিস্থ রূপসীর লাবণ্যের সাদৃশ্য আছে

হয়তো এই শূন্যস্থান দুইটা বস্তুর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার হাহাকার

হয়তো বীজের ভেতর একনিষ্ঠভাবে কান পাতলে শুনতে পাওয়া যায় 

আদিগন্ত কোকিলের ডাক