এস এম খলিল বাবু
১৩ মে, ২০২১ , ১:৩১ পূর্বাহ্ণ ; 561 Views
কষ্ট ছিল শুধুই আমার
কষ্টে ছিল চাঁদ
আলো দিতে পারেনিতো
কে পেতেছে ফাঁদ?
সেই ফাঁদেতে পা দিয়েতো
হারিয়ে গেল সুখ
সুখ খুঁজতে গিয়ে দেখি
বুক করে ধুক ধুক।
ধুকধুকিয়ে হেথায় হোথায়
খুঁজি সারাক্ষণ
ঈদের দিনে কেমনে কিনি
একটি সবুজ মন।