এস এস মুরছালিন আয়াস
১৩ মে, ২০২১ , ১:১৯ পূর্বাহ্ণ ; 675 Views
নীলাকাশে ফ্যালফ্যালিয়ে
হাসছে ঈদের চান
কলকলিয়ে সবার মনে
বইছে খুশির বান।
ফুল পাখিরাও সুরে সরে
গাইছে প্রীতির গান
যাও ভুলে যাও হিংসা বিভেদ
এই যে আহ্বান।
তিড়িংবিড়িং খোকা নাচে
নেই তো চোখে নিদ,
নাচে আরও হুতোম প্যাঁচা
রাত পোহালেই ঈদ।