একদিন গ্রামের কোলে

আহসান লাবিব

১২ মে, ২০২১ , ১১:৩৭ অপরাহ্ণ ; 666 Views

একদিন গ্রামের কোলে - আহসান লাবিব

 

 

 

একটা নিদারুণ শৈশব ফিরে এসেছে বাপের ভিটে মাটিতে

সেখানে জবার পরনে লাল শাড়ি মাথায় ছোট ছোট হলুদ প্রেম,

কিছু তার জীবন কুড়িয়ে নিয়েছে ভেঁজা মাটির বুকে।

তিন বছরের নগ্ন কানাই’এর গায়ে-মুখে গ্রামীণ শৈল্পিকতা।

এক প্যাডেলে সাইকেলের গতিহীন পথ

ধারাবাহিকতা রক্ষা করে বাড়ি ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিকেলের চোখে তাক লাগিয়ে দেয়; শালিকের পায়ের ঘুঙুর,

শুকিয়ে যাওয়া জলধারায় প্রচণ্ড পিপাসা লাগে,

স্যালো মেশিন নিজের সুর,তাল ঠিক রেখে

নুয়ে পড়া ঝর্ণার গান গাইছে… “আমি তোমারি জন্য সঁপেছি প্রাণ”,

ধানের শীষে সোনালী রাজমুকুটের অপেক্ষা।

লুঙ্গি গামছায় পরিশ্রমী শুকনো কাঠের শরীর!

মা ছাগলরের স্তনে মাতৃত্বের দাগ, বাছুর ছানার দলছুট লাফালাফি

আমি এখনও ক্লান্ত হয়ে উঠিনি।

ভ্যানের ধাক্কায় একদল রমনীর কাজল,

পথ হারিয়ে ফেলেছে, এখন তারা কোথায় যাবে?

বা দিকে আমি আর ডানে তাদের গন্তব্য।

পুকুরের এ’মাথা থেকে ও’মাথা সাঁতরে এসে

হাঁপিয়ে যাওয়া মাছ বলছে; দু ফোঁটা জল দেবে?

এদিকে কাদের যেনো সুখ দেখে চোখের জল শুকিয়ে গ্যাছে।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]