করোনাকে ভয় নয়

হাই হাফিজ

১৩ মে, ২০২১ , ১:২৫ পূর্বাহ্ণ ; 547 Views

করোনাকে ভয় নয় - হাই হাফিজ

‘করোনা’কে ভয় করো না

ভয়ভীতি নাও জয় করে।

জন্ম নিলেই মৃত্যু আছে,

লাভ কী তবে ভয় করে?

 

এই পৃথিবীর মালিক যিনি,

আল্লাহ তায়ালা মহান তিনি।

 

তার ইশারায় সুরুজ হাসে

রাতের আঁধার ক্ষয় করে।

পূর্ণিমা চাঁদ জোছনা ঝরায়

নিকষ-কালো জয় করে।

 

রোগ-জীবাণু আপদ-বালা

সবই খোদার সৃষ্টি যে!

ন্যায়বিচারক উদার তিনি,

সবার উপর দৃষ্টি যে।

 

মানলে প্রভুর নিয়মনীতি,

হয় কি কভু কারুর ক্ষতি?

 

যেতেই হবে জগৎ ছেড়ে

প্রেম মমতা জয় করে।

সাহস নিয়ে যাও এগিয়ে,

বীর কি কভু ভয় করে?

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]