তাসমিন আফরোজ
১২ মে, ২০২১ , ১১:৫৮ অপরাহ্ণ ; 599 Views
যে নদীতে আমাদের লাবণ্যের ডুব ছিলো,
নদীর তীর জেগে উঠতো কাশের তরঙ্গ স্বরলিপিতে-
ভেসে যেতে যেতে সে নদী দেখে- যায় চলে যায় অজস্র দৃষ্টি নশ্বরতার বিষাদের দহন সভায়-
যে অন্ধকারের মেহফিল ভাঙলেই আলোরা জোয়ার হতো,
এখন রোজ সে অন্ধকারেই ঝুরঝুর করে নামে প্রার্থনার গভীর সঞ্চারী –
ওগো মাবুদ, কতো আর মুখের মুখোশে ব্যঞ্জনা সাজাবে?
ওগো মাবুদ, আয়ুর পান্ডুলিপি কেনো গো সংক্ষিপ্ত করো জীবনের গল্প ও ধানিজমির অংক বিন্যাসে-
এখনও তো জড়িয়ে ধরিনি ভোরের চৌকাঠে জঙ্গলের অমোঘ বাতাস-
এখনো হাঁটু মুড়ে মাখিনি নিজেতে সন্ন্যাস-
ওগো মাবুদ,তোমার ক্ষমার স্রোতকে আরও একটু চঞ্চল করো অলসতম হাতের মাঝে –
জেগে থাকা চোখের আর্তনাদে রাখো গো বিশ্বাসের বৃষ্টি ধোঁয়া রোদের তুফান-
মুখর হোক মাবুদ, মুখর হোক শুদ্ধ সাত্ত্বিকতায় সকল প্রাণ…