শত বছরের কুসংস্কার আর
হিংস্র প্রবৃত্তিগুলো মাথাচাড়া দেয় ;
নিউরনে ছেয়ে যায় আগাছার মতোই
আর প্রতিনিয়ত করোনার মতো ছড়ায় ৷
অসময়ের সূর্যাস্ত
অন্ধকারের গ্রাসে সৃজনশীলতা,
মনস্তাত্ত্বিক লড়াইয়ে জমে টকশো!
অন্ধকারে নিমজ্জিত হই
তুমি আর আমি
আক্রান্ত হয় পৃথিবী।
সংস্কারের আশায় দিন গুনি
দূর হোক হাজার আগাছা,
দূর হোক হিংস্র প্রবৃত্তি।
সূর্যালোকের হীরক ছোঁয়ায়
আলোক বিকিরণে বর্ষিত হোক
শান্তিজল আর প্রেমময় হোক ধরা।
ফুটুক এবার পারিজাত ফুল,
চোখে ভাসুক সুন্দরেরই গান।