সিরাজুন নাহার সাথী
১২ মে, ২০২১ , ১১:৫২ অপরাহ্ণ ; 590 Views
আমি আজ ভালোবাসার রান্না করবো।
কড়াইয়ে নানা রকম মসলার ঘ্রাণ
খুব মিহিন করে দিয়েছি কিছু সবুজ সুখ
যত্নে দিয়েছি টুকটুকে লাল একছিটা দুঃখ বাটাও
দিয়েছি নুনের মতো এক চিমটি প্রেম।
হৃদয়ের ক্যাপসিক্যাম, টমেটো, গাজর আর
কুচিকুচি কাজুবাদামের ক্যাশুনাট সালাদ
অমিয় পুদিনার সরস, কিশোরী জোছনার মায়া
যেনো মায়াগন্ধে ভরপুর সব।
স্বাদু এই আয়োজনে মুখর বাতাস
গোলাপের পাঁপড়ি ওড়ে শংসা ডানায়।
ভালোবাসাময় এক রাঁধুনী আমি
নিমন্ত্রণে এসো বন্ধু নকশি বাসায়।