মন্দ হাওয়া 

আতাউর রহমান লিটন

১৩ মে, ২০২১ , ১:২১ পূর্বাহ্ণ ; 610 Views

মন্দ হাওয়া  - আতাউর রহমান লিটন

ঝিঁ ঝিঁ পোকা ডাকছে ঝোপে

পেঁচা ডালে ডালে

খোকন সোনা ফিরে চায়

ডাকের তালে তালে।

 

জোনাকিরা আলো জ্বালায়

ঝোপের ফাঁকে ফাঁকে

একটা আলো দাও এনে

বলছে খোকন মাকে ।

 

সন্ধ্যা হলে ঝোপের মাঝে

মন্দ হাওয়া বায়

কালো ছায়া নেমে আসে

বলে খোকন আয় ।

 

ভয়ে খোকন কাঁপে থরথর

ঝোপের ডগা  দোলে

গা ছমছম ভয় পেয়ে মা

খোকনকে নেয় কোলে ।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]