১৩ মে, ২০২১ , ১২:১৬ পূর্বাহ্ণ ; 616 Views
মেলেনা, কিছুই মেলেনা
একটি যোগ্য উপমার জন্যে
আমি খুঁজে ফিরছি
পৃথিবীর সব অভিধান
তুমি ভুল বানানে
লিখে যাচ্ছো আমার নাম।
আমরা দু’জন একই শহরে থাকি
মিলন নয় বিরহের ছবি আঁকি
আমরা দু’জন এই শহরের খুনি
প্রিয় মুহুর্তজুড়ে বিচ্ছেদ শুধু বুনি।