এলাহী মিনহা
১২ মে, ২০২১ , ১১:৩৪ অপরাহ্ণ ; 679 Views
মিথ্যে গলির চ্যাপ্টা কপালের মেয়েটা…
খোঁপায় গুজে নিয়েছে আস্ত গোটা শহর
ক্ষনিকের মেঘে আহত চন্দ্রের মত চোখ,
চোখের নিচে এক সমুদ্র কালি
সেখানে জমা পড়েছে ধুপছায়ার মত বিনিদ্র অন্ধকারের রাত
অধিকার করেছে ফুটপাথের তিন হাত পথ
অন্ধ মেয়ে, ক্লান্ত মেয়ে, সস্তা মেয়ে
তারাদের রাতে নুপুর পরেছে পায়ে
শরীরে জমা করেছে কার্তিকের ঘ্রাণ
ঠোঁটের দেয়ালে খুচরো ছায়ায়
জমা রেখেছে একশ ছয় রঙের অভিমান…
ছাইয়ের স্তুপে ভোরের শেষ স্বপ্নে
মেয়েটার গালভরা দুঃখে শহরে বৃষ্টি হলো
ভিজলো চ্যাপ্টা কপাল, ভিজলো তার নুপুর আর ফুটপাথ
ভিজলো নগরের সব কাক
অন্ধ কাক, ক্লান্ত কাক, সস্তা কাক
সব ভিজে যাওয়ার পরে আবারও রাত নামে
মেয়েটা খোপায় শহর গুজে সস্তা হয়।