অত্যাচারের অবসান

রাইয়্যান হোসেন

২৫ মে, ২০২১ , ১০:৩৮ পূর্বাহ্ণ ; 610 Views

কবিতা - অত্যাচারের অবসান

কি হচ্ছে?

আশ্রয়প্রার্থী রা নিজেদেরই মানচিত্র কেড়ে নিচ্ছে।

 

জ্বালিয়ে দিচ্ছে!

মসজিদ,মানুষ,শহর

তারা বর্বরতার শিখরে উঠেছে।

 

কতজনে বেঁচেছে? কপাল করে

রক্তে ধুয়ে গেছে রাজপথ

শিশুদেরও তারা মেরেছে।

 

যদি পাল্টা জবাব আসে?

আছে কি প্রতিরোধ?

কোনো কিছুই কাজে আসবে না সেদিন!

নির্যাতিত হিংস্র পশুর ন্যায় মানুষ কে

আটকাতে পারবেনা কোনোদিন!

 

যে হাসি আজ মুখে এনেছো,

মৃত্যুর সময় এলে রাখতে পারবে তো?

 

খুব কি দেরি সে সময়ের যেদিন

ঈশ্বরের প্রতিশ্রুতি পূরণ হবে।

জগতের যত অন্যায় ধ্বংস হয়ে

মানুষ ফিরে পাবে ন্যায় বিচার,শান্তি

অবসান হবে অরাজকতার ক্লান্তি।

 

মুছে যাবে অত্যাচার,

দেখে নিও দেরি নেই আর!

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]