মেহেদী ইকবাল
২৫ মে, ২০২১ , ১০:৪৪ পূর্বাহ্ণ ; 742 Views
আবারও ফিলিস্তিনের কথা বলি
আবারও বোমা হামলা বর্বর আক্রমণ
রক্তাক্ত আল আকসা গাজা
টুকরো টুকরো লাশ ভাঙ্গা কাঁচের টুকরো
বুলেট বিদ্ধ অসহায় শিশুদের কথা বলি
বিধ্বস্ত ঘর জুড়ে ছড়িয়ে খাদ্যকণা, খেলনা পুতুল
আর নষ্ট হওয়া শিশুর দুধের কথা বলি।
এর আগে হামলা কি হয়নি কখনও?
আমরা কি ভুলে গেছি শাবরা আর শাতিলার কথা?
ভুলে গেছি হাসিমুখ অসম সাহসী নেতা ইয়াসির আরাফাত?
কথায় কথায় গুলি অবৈধ বসতি আর কী জঘন্য আগ্রাসন!
একদিকে সমরাস্ত্র আধুনিক
অন্যদিকে খালি হাত বড়জোর নুড়ি ও পাথর!
বছর বছর এই দৃশ্য চোখ বুঁজে দেখছে দুনিয়া
কোথায় জাতিসংঘ, বাঘা বাঘা মোড়লেরা সব?
আহা! বিশ্ব ব্যবস্থা
গণতন্ত্র, মানবাধিকার!
নির্লজ্জ্ব
কি করে তোমরা পারো করতে বড়াই সভ্যতার?
আবারও ফিলিস্তিনের কথা বলি
আবারও বোমা হামলা বর্বর আক্রমণ
বলি
ওহে জাতিসংঘ
তুমি আর কবে হবে সামান্য মানবিক!