আবারও ফিলিস্তিনের কথা বলি

মেহেদী ইকবাল

২৫ মে, ২০২১ , ১০:৪৪ পূর্বাহ্ণ ; 742 Views

কবিতা - আবারও ফিলিস্তিনের কথা বলি

আবারও ফিলিস্তিনের কথা বলি

আবারও বোমা হামলা বর্বর আক্রমণ

রক্তাক্ত আল আকসা গাজা

টুকরো টুকরো লাশ ভাঙ্গা কাঁচের টুকরো

বুলেট বিদ্ধ অসহায় শিশুদের কথা বলি

বিধ্বস্ত ঘর জুড়ে ছড়িয়ে খাদ্যকণা, খেলনা পুতুল

আর নষ্ট হওয়া শিশুর দুধের কথা বলি।

এর আগে হামলা কি হয়নি কখনও?

আমরা কি ভুলে গেছি শাবরা আর শাতিলার কথা?

ভুলে গেছি হাসিমুখ অসম সাহসী নেতা ইয়াসির আরাফাত?

কথায় কথায় গুলি অবৈধ বসতি আর কী জঘন্য আগ্রাসন!

একদিকে সমরাস্ত্র আধুনিক

অন্যদিকে খালি হাত বড়জোর নুড়ি ও পাথর!

বছর বছর এই দৃশ্য চোখ বুঁজে দেখছে দুনিয়া

কোথায় জাতিসংঘ, বাঘা বাঘা মোড়লেরা সব?

আহা! বিশ্ব ব্যবস্থা

গণতন্ত্র, মানবাধিকার!

নির্লজ্জ্ব

কি করে তোমরা পারো করতে বড়াই সভ্যতার?

 

আবারও ফিলিস্তিনের কথা বলি

আবারও বোমা হামলা বর্বর আক্রমণ

বলি

ওহে জাতিসংঘ

 

তুমি আর কবে হবে সামান্য মানবিক!

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]