জহির রিপন
২৪ মে, ২০২১ , ১১:৪১ অপরাহ্ণ ; 564 Views
এই সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদটাকে দেখছি,
গতকালকেই যে ভূমিষ্ট হয়েছে বাংলার আকাশে।
ফলত আজ ঈদ এই ঢাকায় তথা গোটা বাংলায়।
ঢাকার আকাশ পরিষ্কার, হয়ত ময়মনসিংহেরও
রংপুর, সিলেট, খুলনা বরিশাল, চট্টলারও কি নয়!
যেখানেই যাই না চলে আজ, আকাশে স্পষ্ট চাঁদ।
এমনই কি স্পষ্ট তেলাবিব, জেরুজালেম, গাজায়?
ফিলিস্তিনেও কি ঈদ আজ অথবা ছিল গতকাল
নাকি গুলির ধোঁয়ায় ঢেকে গেছে সমস্ত আকাশ!
শিশুর হাসি হেসে কেউ বলে নাই ‘ঈদ মোবারক’?