খলিল ইমতিয়াজ
২৫ মে, ২০২১ , ১২:১১ পূর্বাহ্ণ ; 543 Views
গাজা আজ ভাজা ভাজা
তাজা তাজা লাশ যে ভাই
এত নিষেধাজ্ঞা শুনি
এখন কারো কাশ যে নাই ।
এমন গেছে একাত্তরে
এই দেশে এই জমিনে
নেতানিয়াহু ইয়াহিয়া
সব শালারাই কামিনে ।
নারী পুরুষ শিশুর লাশ
হাজার গেছে ছাড়িয়ে
বর্বরতার সব ইতিহাস
সোৎসাহে যায় মাড়িয়ে ।
কোথায় গেল বিশ্ব বিবেক
জাতিসংঘের গাই কি গুণ!
চায় কি ফিলিস্তিনের মাটি?
নয়তো কি চায় শিশুর খুন!
একচোখা এই জাতিসংঘ
বিশ্ববিবেক এক চোখা
বৈষম্যের চোখ দিয়ে কি
প্রতিবাদ কে যায় রোখা!