বায়েজিদ বোস্তামী
২৫ মে, ২০২১ , ১০:৩৬ পূর্বাহ্ণ ; 677 Views
এক হও মুসলিম এক হও
ফিলিস্তিনে কাঁদে আমার ভাই বোন,
নিজেদের পতাকা বাঁচাতে নিজভূমে
মার খায় তারা করে রক্ত ক্ষরণ।
যুগের পর যুগ শতাব্দী ধরে
পশ্চিম তীর গাযা হয় খুনে লাল,
আমাদের পবিত্র ভূমি আল আকসা
ইসরায়েল ইহুদিরা করে বেদখল।
জুলুমের সীমা তারা করেছে পার
সেদেশের আকাশে মজলুমের আর্তনাত,
স্বার্থবাদী জাতিসংঘ কোথায় আজ
বাড়ায় না কেন সাহায্যের কোন হাত।
মরে যায় বাবা-মা, সন্তান ভাই-বোন
ফিলিস্তিনের বাতাসে লাশের গন্ধ,
মুসলিম হয়ে আজ না লড়লে তাদের দুখে
তাদের অভিশাপ করবে আমাদের ধ্বংস।
কাঁদে ফিলিস্তিন বুক ভরা ব্যথা নিয়ে
চাই জালিমের থেকে চির মুক্তি,
আয় ছুটে আয় বিশ্ব মুসলিম যত
চেপে ধরি মানুষরূপী শয়তানের টুটি।