এম এস মুরছালিন আয়াস
২৫ মে, ২০২১ , ১২:০৯ পূর্বাহ্ণ ; 628 Views
জলে ভাসা শ্যাওলা তো নই স্রোতে যাবো ভেসে
রক্ত দিয়ে খেলবে হলি জালিমরা কি হেসে?
ইতিহাস কি ভুলে গেছে? বদরের সেই গর্জন
রক্তসাগড় পাড়ি দিয়ে বিজয়টাকে অর্জন।
আমরা তো সেই বীরের জাতী নবী রাসুলের ফলোয়ার!
ইসলাম রক্ষায় তুলে নিতে পারিও হাতে তলোয়ার। রক্তচক্ষু ভয় করি না বুকে ঈমানি তীর
মুসলিম আমি চির সংগ্রামী নারায়ে তাকবীর।