ফেরদৌস রহমান পলাশ
২৪ মে, ২০২১ , ১১:৩৬ অপরাহ্ণ ; 632 Views
বাচ্চারা সবাই চুপ
টু শব্দটুকু করবে না।
শুনতে পাচ্ছ যুদ্ধ বিমানের শব্দ
আর সাইরেনের হায়নার মতো চিৎকার?
সেদিন পাশের বাসা, মাটিতে মিশে গেল।
তোমাদের সাথে যে খেলতো আবদুল্লাহ
সে কি আর খেলতে আসে বলো?
চুপ, একদম চুপ-
কী বললে? খিদে পেয়েছে?
আর একথা বলো না,কাউকেই না
আমাদের কথা কেউ শুনবে না
শুধু আমরাই জীবিত এ পৃথিবীতে
মরে গেছে বিশ্ব মানবতা।