তোমার চোখের ভাষা

মাসুদ চয়ন

২৫ মে, ২০২১ , ১০:৪৩ পূর্বাহ্ণ ; 566 Views

কবিতা - তোমার চোখের ভাষা

তোমার চোখের ভাষা হয়ে উঠেছে ট্রাজেডির শ্রেষ্ঠ কবিতা;

সেই কবিতায় লিপিবদ্ধ হচ্ছে যুদ্ধ মৃত্যু লাশের নিষ্ঠুরতম সিদ্ধতা;

নিষ্পাপ চোখের পলকে রক্ত খচিত স্কেচ আঁকা কেন!

আমি আর কি লিখবো বলো!

তুমি হয়ে উঠেছো ট্রাজেডির শ্রেষ্ঠ কবিতা,

বিপন্নতার অবিচ্ছেদ্য আখ্যান;

তোমার হৃদয় প্রবন্ধ পাঠে আমি নিস্তব্ধ হয়ে গেছি;

আগুনের লেলিহান আঁচড় চোখে মুখে,

হিমালয় ভেঙে পড়ে কুর্নিশ করছনা কেনো!

এ কেমন দেহসজ্জা এঁকে দিয়েছে মারণাস্ত্রের হিংস্র আততায়ী;

বুঝলো না অবুঝ সত্তার নির্জন আহাজারি!

তোমার অমন চাহনির স্রোতে পৃথিবীর সকল অন্ধকার রক্ত রাঙা রঙে বর্নীল হয়ে উঠেছে;

যে চোখ ওই অবুঝ চোখকে উদ্দেশ্য করে তাকিয়ে থাকবে সে চোখ হয়ে উঠবে বর্ষার অপ্রতিরোধ্য প্লাবন;

ওই অপোক্ত হৃদয়ের নির্জন ব্যথাতাড়িত শ্লোগান যাকে ছুঁয়ে দিবেনা সে হয়তো কণ্টক নিবন্ধিত পাথরপৃষ্ঠ;

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]