শহিদুল ইসলাম
২৫ মে, ২০২১ , ১০:৩১ পূর্বাহ্ণ ; 621 Views
হৃদয়ঙ্গমে দাহন করেছি বিচ্ছেদের মানবাধিকার,
প্রলয়-ঝঞ্ঝাটে গ্রাস করেছে মুমিনের ধরণীর তীর্থে!
বাহু-বলয়ে উদ্দলিত হয়েছে নগ্ন বেওয়ারিশরা;
অভেদ্য কাপট্যে বিভোরতায় ধার্মিকের কর্ণধারের!অন্তরালে বিষাদের বক্ষে সহস্রাব্দ মৌনতার বিভৎস ।
নৈঃশব্দের আঁধারে প্রার্থনায় আধিপত্যের আলয়ে;
হয়তবা,রহমের রশ্মিতে ফের প্রাণোচ্ছালতায় পূণ্যভূমি!!
ধিক্কারে কাটিবে নির্বাসিত মানবতার মসনদ;
নিপাত যাক জায়ান্টবাদীর বিভৎসতার চারণভূমি!
ফের মুমিনের প্রাণোচ্ছ্বাসের মেলা বসিবে ধরণীতলে!