ফিলিস্তিনের গান

মাহফুজুর রহমান আখন্দ

২৪ মে, ২০২১ , ১১:২৩ অপরাহ্ণ ; 582 Views

কবিতা - হামাসের রকেট

ওরে ও দুনিয়াবাসি

আমরা যারা ফিলিস্তিনি

কোথায় আছি কেমন আছি

কেমনে কাঁদি কেমনে হাসি

কেমন করে বেঁচে আছি দেখনা গো আসি

ওরে ও দুনিয়াবাসি

 

মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত বাড়ি ঘর

কিছুই আমার নয় যে আপন সবই যেন পর

নদীর পানি মাঠের ফসল

সবই তারা করছে দখল

কোন সে দোষে নিজের ঘরে আমরা পরবাসি

 

বালির কণা পথের নুড়ি রক্তে ভিজে লাল

অফিস বাড়ি শিক্ষাভবন সবের একই হাল

করছে আঘাত মায়ের বুকে

কান্না সবার চোখে মুখে

শিশু কিশোর বৃদ্ধ যুবা নেই যে কারো হাসি

 

লেখা পড়ার স্বপ্ন এখন নেই শিশুদের বুকে

ইসরাইলি বুলেট বোমার চিহ্ন দেহ মুখে

যুদ্ধ দেখা তাদের খেলা

কেঁদেই কাটে সারাবেলা

ধ্বংস বাড়ি লাশের সারি কেমনে বলো বাঁচি

 

বিশ্ব বিবেক বিশ্ব মোড়ল আজকে কি নেই কেউ

কেউ দেখেনা ফিলিস্তিনে রক্ত নদীর ঢেউ

তুমিই প্রভু সকল আশা

বেঁচে থাকার শেষ ভরসা

মাফ করে দাও ফিরে তাকাও দাও বিজয়ের হাসি।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]