বাদল রহমান
২৪ মে, ২০২১ , ১১:৪৫ অপরাহ্ণ ; 580 Views
আল আকসার আজানের ধ্বনি শুনে
যে শিশুরা জন্ম নেয় ফিলিস্তিন ভূ-খণ্ডে
তাদের জন্মক্ষণ শুরু হয় শূন্য থেকে।
মা মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুরা জানতে পারে-
তারা নিজ ভূমে অবরুদ্ধ জন্ম থেকে।
যুদ্ধে তারাও অংশ নেয় মাতৃভূমি উদ্ধারে স্বপ্নবাজ শিশুরা স্বপ্ন বুনে স্বাধীনতার।
নিশ্চিত করে বলা যেতে পারে –
ইসরাইলি আগ্রাসীরা একদিন যুদ্ধ নয়,
শান্তির কাছে নতজানু হবে।
আরও নিশ্চিত করে বলা যেতে পারে –
ফিলিস্তিন শিশুদের জন্মক্ষণ শুরু হবে না শূন্য থেকে।
একদিন ফিলিস্তিন শিশুরা
জলপাইয়ের ছোট ছোট ডাল-পাতা হাতে নিয়ে পশ্চিমতীরে উল্লাসে নাচবে…
গাইবে গান।
তাদের কণ্ঠে উচ্চারিত হবে – ইয়াসির, ইয়াসির, ইয়াসির …
তাদের কণ্ঠে উচ্চারিত হবে –
ইবনে মাজেদ, ইবনে মাজেদ, ইবনে মাজেদ…
তাদের কণ্ঠে উচ্চারিত হবে-
দারবিশ দারবিশ, দারবিশ…
আমরা জয়তু।
জর্দানের কুলকুল ধ্বনিতে মিশে যাবে জলপাইয়ের সুঘ্রাণ।