ফুটনোট

ইমতিয়াজ মাহমুদ 

২৪ মে, ২০২১ , ১১:৪৮ অপরাহ্ণ ; 634 Views

কবিতা - ফুটনোট

অনেক পিপাসা আছে বোধের অতীত

বরফের গায়ে তবু লেখা থাকে শীত

 

শীতকাল এলে দেখি ঝরে পড়ে পাতা

এঘরে বালিশ পোড়ে ঐঘরে কাঁথা

 

যার কিছু পোড়ে নারে তারও পোড়ে মন

বাসে বসে ভুলে গেছি কে যে কার বোন

 

কে কাহার বোন হয় কে যে কার ভাই

এই শীতে দল বেঁধে এসো ভুলে যাই

 

ভুলে যেতে যেতে গিয়ে ভুল করে দেখি

পিপাসা মেটাতে আসে ভিনদেশী পাখি

 

পাখি এসে ফল খায় পোকা খায় ফুল

কে আর শোধাতে পারে কবেকার ভুল

 

ভুল তার কবেকার অন্ধকার ঘেঁষা

মরণের গান গাওয়া শিশুটির নেশা

 

শিশু একা গান গায় বাবা গেছে চাঁদে

শান্তি ইয়াহওয়েহ, দেখো শান্তি কাঁদে

 

যে কাঁদে কাঁদুক তবু লিখি ফুটনোট

ফুল তুই তেলাবিবে বোমা হয়ে ফোট!

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]