কামরুন নাহার রেনু
২৫ মে, ২০২১ , ১০:৪৫ পূর্বাহ্ণ ; 630 Views
টুকরো টুকরো করো ভূখন্ড,
পাথর ছুঁড়ে বুকের পাটাতন শক্ত হতে দাও,
আলো ফোটার আগেই ঘুমিয়ে গেছে যে শিশু
সেখানে রেখে এসো মানবিক সাইরেন,
নিশাচর কোনো পথিক থেমে গেলে,
বেজে উঠুক শব্দ উল্লাস,
জেগে উঠুক আমাদের পাঠশালায় অ,আ, ক,খ।
এখন অনেক বাকি জেরুজালেম থেকে মহানন্দা,
আমাদের ঠিকানা চেয়ে লজ্জা দেবেন না,
মৃত্যুই এখন ঠিকানা-