মনুষ্যত্ব মুক্তি পাক
হাই হাফিজ
২৪ মে, ২০২১ , ১১:২৯ অপরাহ্ণ ; 673 Views
হৃদয় সমুদ্রে আজ
তাজা রক্তের প্রবাহ।
সুপেয় জলধারা
গুমরে কাঁদে অহর্নিশ।
লাল স্রোতে সাঁতার কাটে
মানবতার প্রেতাত্মা!
জলসাঘরে নেশায় বুঁদ
উন্মত্ত সভ্যতা।
নগ্ন চোখে খেলা করে
অন্য এক পৃথিবী।
তুমি আমি নির্বাক।
মনুষ্যত্ব মুক্তি পাক।