মানবতা
সাঈদ সাহেদুল ইসলাম
২৫ মে, ২০২১ , ১২:১৭ পূর্বাহ্ণ ; 552 Views
মানবতার মানে
জানে
কারা?
মারছে মানুষ- যারা!
মানবতা পাগল
ছাগল
বোঝে?
কে রেখেছে খোঁজে!
মানবতা হারুক
মারুক
মানুষ,
মানব এখন ফানুস!
মানবতা থাকে
ফাঁকে
পাছার,
এটাই এখন আচার!
এমন নীতি বন্ধ চাই,
মানবতায় ছন্দ চাই।