মৃত্যুপুরীতে লাল পদ্ম

রনো আনোয়ার 

২৪ মে, ২০২১ , ১১:১৭ অপরাহ্ণ ; 613 Views

কবিতা - মৃত্যুপুরীতে লাল পদ্ম

রক্তের ঋণ রক্ত করবে শোধ,

আর নয় প্রতিবাদ, এই বার প্রতিশোধ।

 

আল আকসার মেঝেতে বেঁধেছে জমাট লহু-

আজানের সুরে বিলাপ করে কাঁদছে মুয়াজ্জিন,

এসো,কাতারে কাতারে দাঁড়াও হে মুমিন।

 

সিজদায় হোক শাহাদাৎ,সে তো ভাগ্য এ জন্মের,

চলুক গুলি, দাগুক কামান পাষন্ড পশুদের।

 

খোদা ছাড়া কেউ নেই আর পরোয়ার-

ছাড়বো না অধিকার, আল্লাহর আকসার।

কোটি কন্ঠে উঠবে শ্লোগান- আল্লাহু আকবার।

 

বোনের নেকাব লুটায় ধূলিতে, বাতাসে আর্তনাদ

মৃত্যুপুরীতে খোদার স্মরণে বাঁধ সাধে জল্লাদ!

 

হায়, হায়েনার দল!

 

শক্তিতে যায় ক্ষণিক জেতা,মহাকালে তুই খল।

 

যুগ যুগ ধরে রক্তস্নাত জেরুজালেম বড় উর্বর,

জন্মাবে ফের নতুন দূর্বা শুনে রেখো হে বর্বর।

 

রক্ত নহর উছলে উঠছে, রক্ত স্রোতে সদ্য,

মৃত্যুপরীর পুকুরে ফুটেছে আজাদীর লাল পদ্ম।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]