মেহমুদের অপেক্ষা

রানা মাসুদ 

২৪ মে, ২০২১ , ১১:৪৪ অপরাহ্ণ ; 531 Views

কবিতা - মেহমুদের অপেক্ষা

মেহমুদের বাবা গেছেন আল আকসায় নামাজে

একাকী বসে আছে শরনার্থী ক্যাম্পে মেহমুদ

চিরনিদ্রায় শুয়ে আছে মরুর নিচে ওর মা জননী;

মেহমুদের বাবা গেছেন আল আকসায় নামাজে।

 

মেহমুদের বোনটা ছিল প্রতিবাদী মিছিলে

মাত্র দশ বছর বয়সেই স্লোগান শিখেছিল সে

ও জানে শুধু ঘরটাই নয় দেশটাও নিয়েছে ছিনিয়ে;

মেহমুদের বাবা গেছেন আল আকসায় নামাজে।

 

মেহমুদের বড় ভাইটা বড়ই হলোনা দুনিয়ায়

ফিলিস্তিন যে তাদের তা শুধু শুনেই আসছে

পশ্চিম তীর নিয়ে ন্যায্য দ্রোহ করতে উচ্চারণ

ইসরাইলী বুট উঠে আসে তার কন্ঠায়।

মেহমুদের বাবা গেছেন আল আকসায় নামাজে।

 

আল আকসা একটা পবিত্র মসজিদ মেহমুদ জানে,

শুকনো চাপাতি আর খেজুর দিয়ে করে সাহারি

মেহমুদের বাবা গেছেন আল আকসায় নামাজে

যখন ধ্বনিত হচ্ছিল ‘আসসালাতো খায়রুন মিনান নাওম’

ও বোঝেনা কেন পবিত্র মসজিদে ইসরাইলি হামলা হলো?

মেহমুদ অপেক্ষায় কখন বাবা ফিরবেন নামাজ থেকে।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]