শাহিদা মিলকি
২৪ মে, ২০২১ , ১১:১১ অপরাহ্ণ ; 531 Views
আহমদ ইয়ামেনী,
আম-জারুলের এ দেশ থেকে
ভালোবাসার ঝর্ণা গানে তোমাকে স্বাগত জানাই।
আমার ভালবাসা যাচ্ছে তোমাদের নাবলুসে।
তুমি দেখো আমার ভালোবাসা ওদের ধুলোয় মিশিয়ে দেবেই।
ওরা যে জিভে চেটে পুটে খাচ্ছে
প্রিয়জনের রক্ত মাংস কলিজা ,
দুঠোঁটের মধ্যো থেকে উঠে আসছে যে শয়তান,
আমার ভালোবাসার চন্দন সৌরভে তা ধংস হবেই হবে।
আমার ভালোবাসা যাচ্ছে তোমাদের নাবলুসে।
সম্ভ্রম ওদের অভিধানে নেই
উৎপীড়ন ওদের পরিচয় ,
কিন্তু তুমি দেখো কালো রাত্রিতে,
আমার এ শ্রাবণ মেঘ ভালোবাসা
আগুনের ফুলকির মতো প্রজ্জ্বলিত হবেই হবে।
আমার ভালোবাসা যাচ্ছে তোমাদের নাবলুসে।
হাইফার সবুজ ভূমিতে প্রতিদিন ঝড় হয়
প্রতি রাতে পাথরে কান্নার শব্দে তোমার ঘুম ভেঙে যায়।
তুমি দেখো আমার এ মেঘ রঙ ভালোবাসা
কোনো আরণ্যক অন্ধকারের সাথে
বশ্যতা করতে দেবে না ।
শাতিলা সাবরার বিবর্ণ আঙ্গুরলতা
বুলডোজারের আঘাতে ধুলোয় মিশে যাবে না।
ইয়েমেনী,
আমার সূর্যমুখী ভালোবাসা যাচ্ছে,
আবার তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে তোমার জন্মভূমি নাবলুসে।