হামাসের রকেট

জাকির সোহান 

২৪ মে, ২০২১ , ১১:১৯ অপরাহ্ণ ; 570 Views

কবিতা - হামাসের রকেট

ঘোর অসহায় যুগে

নত শিরের উদ্ধত কাননে

সীমারীয় খুনে কনসার্টের ফোয়ারায়

খামোশ বলে ওঠে হামাসের একেকটি রকেট।

 

পরকাল পূজারীদের জাবরকাটা অন্তহীন

ইতিহাস কচলিয়ে মাথায় পড়ে তাজ,

চাটার মত কখনো একটা পা-ও জোটানোর ব্যর্থতায়

খুনীবাদের পরিত্যক্ত মদের বোতলে খোঁজে

কয়েক ফোঁটা  রহমত,

তখন ঝলসে ওঠে হামাসের একেকটি রকেট।

 

ফিলিস্তিনকে বানিয়ে এক টুকরো নরক

ডেড সি-তে প্রমোদে ভাসে সকল চুক্তি,

মজলুমের দুনয়ন হয়ে উঠলে দজলা ফোরাত দীর্ঘশ্বাসগুলো হয়ে যায় হামাসের একেকটি রকেট।

 

এপার ওপার- যে পাড়েই হোক

ইনসাফের চেয়ে লাশ শ্রেয়,

খুনের প্রবক্তাদের  উচ্ছল দীর্ঘজীবিতায়

লাশের পাহাড়ে নবজাতক আত্মরক্ষার পতাকা উড়ালেও

তাকে ক্রশবিদ্ধ করে কুড়ায় প্রশংসা

তখন গর্জে ওঠে হামাসের একেকটি রকেট।

 

প্রজাপতি  ফুল আর ফুল ভুলে গৌরব

বেদনার নহরে ছটফটায় শাহিন

বারুদের দাপটে এবরশনে বিধ্বস্ত জমিন

সহস্র বিশ্বাসঘাতকতার নিঃশ্বাসে ক্রমশঃ ঢাকলে আকাশ

ধ্রুবতারা হয়ে চমকায় হামাসের একেকটি রকেট।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]