হিসেব হবে সবের 

খাদিমুল মুরছালীন রিয়াদ 

২৫ মে, ২০২১ , ১০:৩২ পূর্বাহ্ণ ; 550 Views

কবিতা - হিসেব হবে সবের 

সারা বিশ্বে মুসলিম নিধন, বাজছে উৎসবের ঢাক,

কোলের সন্তান হারাচ্ছে মা উইঘুরে, বিশ্ব হতবাক!

নাসারাদের চক্রান্তের শিকার, বৃদ্ধ-নারী-শিশুও,

তাদের কর্মে লজ্জিত যেন, খোদ ক্রাইস্ট যিশুও!

আন্তর্জাতিক আদালত নিশ্চুপ, নিষ্ক্রিয় তাদের আইন,

বিশ্ব মানবতা ডুকরে কাঁদে, ধ্বংসস্তূপ প্যালেস্টাইন।

 

কসম আকসার রবের,

যাররাহ পরিমাণ ছাড় পাবে না, হিসেব হবে সবের।

 

ওঠো হে ঘুমন্ত মুসলমান, শোন ওহে পাতিয়া কান,

মুসলিমের রক্তে বন্যা বইছে, প্লাবিত আজ আরাকান।

ভারতে পুড়ছে মুসলিম, কাশ্মিরের ঘরে ঘরে আগুন,

জালেমরা হাসছে অট্টহাসিতে, লেগেছে জুলমের ফাগুন।

মুসলিমেরা সজাগ হও, চক্ষু মেলো, দেখো ফিরিয়া,

অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছে দিন, ধুঁকছে সিরিয়া।

 

কসম সালাহর রবের,

যতটা বিন্দু ঝরেছে তাজা রক্ত, হিসেব হবে সবের।

 

ভাবছিস তোরা অসীম ক্ষমতাধর, ফুরোবে না কভু রাত,

যত দিন যায়, প্রসারিত হয় তোদের, নির্যাতনের হাত।

জেনে রাখ তবে, রাতের গভীরতা নিকটে আনে ভোর,

রক্তের নেশায় মত্ত হয়ে আজ, খুঁড়ছিস নিজেদের গোর!

সোনালী সকালে উঠবে যখন, বিজয়ের রক্তিম রবি,

সেদিন কোথাও রইবে না আর, জুলুমের প্রতিচ্ছবি।

 

কসম কাবার রবের,

কতটা বুলেট করেছিস খরচ, হিসেব হবে সবের।

[wpdevart_facebook_comment curent_url="http://yourdomain.com/page-url" order_type="social" title_text="Facebook Comment" title_text_color="#000000" title_text_font_size="22" title_text_font_famely="monospace" title_text_position="left" width="100%" bg_color="#d4d4d4" animation_effect="random" count_of_comments="3" ]