(শ্রদ্ধেয় মুহম্মদ আলীম উদ্দীন স্যার স্মরণে)
ক্ষমা করো ক্ষমা করো পিতা
ক্ষমা করো যতো অযুত সময় …
ক্ষমা করো ভালোবাসার উঠোন ঘিরে
হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রকোষ্ঠ থেকে
ক্ষমা করো!
ক্ষমা করো যতো অসম্পন্নতা, কতো অপারগতা,
ক্ষমা করো চিরসাথী স্বজন!
ক্ষমা করো এ অজ্ঞানতা , এ অবোধ জীবন!
ফুরিয়ে গেলো মিষ্টি বিকেলের রোদ,
স্বপ্ন-রাত্রি শেষে নতুন ভোর হারিয়ে গেলো!
ছেড়ে যায় শত শত মহাকাল…
ক্ষমা করো বন্ধু, একান্ত আপনপজন,
ক্ষমা করো…
(” আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি , তবু আনন্দ, তবু অনন্ত জাগে।।”)
ক্ষমা করো সকল মহানুভবতায়
ক্ষমা করো – অযুত কান্নার ভালোবাসায়…
ক্ষমা করো, ক্ষমা করো – প্রিয়তম স্বজন!
ক্ষমা করো ক্ষমা করো..