বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

অপেক্ষায় ভেঙে পড়তে নেই

জুবায়ের আলম জাহাজী

১১ নভেম্বর, ২০২১ , ১:০৪ অপরাহ্ণ ; 592 Views

অপেক্ষায় ভেঙে পড়তে নেই
ল্যাম্পপোস্ট কথা বলে; কী কারণে থেমে গেছে সব?
সংশোধনবাদী বেইমানের সোজা সাপ্টা লেবাসে
হারায় ফুরায় ফাউন্টেনপেনের আত্মা,
মুদ্রার উভয়পিঠে দুঃসময়ের বোঝা নিয়ে
শেষ পর্যন্ত হলাম বিরোধিতার বীজ |

এখন শোকের সড়কে যানজট-
কীভাবে ফায়ার-এসকেপহীন জীবনের মাছগুলো
ওপাড়ের ঘুমপাড়ানি পেনড্রাইভে হারিয়ে যায়?
স্বপ্নপোকাগুলোর ঘোরাঘুরি রাতের অলি-গলিতে
যেখানে নিষিদ্ধ ছিটোফোটাগুলো দেয়ালে বাধা |

ফেরা কিংবা না ফেরার নির্লজ্জ উত্তরে
বহুদিন পর নিস্তেজ হৃদয় বুলি আওড়ায়
অপেক্ষায় ভেঙে পড়তে নেই।
.
জন্ম ও বসবাস: রংপুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন