বিজ্ঞাপন

রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা

আদেশ দাতার আদেশ

মতিউর রহমান বসনীয়া কাব‍্যনিধি

১১ নভেম্বর, ২০২১ , ১:০৪ অপরাহ্ণ ; 575 Views

যার আদেশে সূর্য ওঠে-অস্তযায়
পূর্ণিমা রাতে চন্দ্র নির্মল হাসি হাসে
যার আদেশে ঝর্ণাধারা নেচে নেচে চলে
যার আদেশে মেঘমালা বাতাসে ভাসে
যার আদেশে আহ্নিকগতি বার্ষিকগতি ধায়।

সেই আদেশদাতারই নির্মম আদেশে,
ধ্বংস হবে সব-তিনিই রবেন সবশেষে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

বিজ্ঞাপন