বিজ্ঞাপন
হুইসেলে হুইসেলে হৃদয় ভরে গেলে
তৃষ্ণার্ত রমনী থেকে যাবে স্টেশনের
পিলার ঘেঁষে; এই বুঝি এলো!
এলো, আবার চলে গেল,
অপেক্ষার প্লটফার্ম জুড়ে রয়ে গেল
একরাশ নিরবতা, কিছু না বলা কথা।
জন্ম ও বসবাস: রংপুর
sr.shahins@yahoo.com
বিজ্ঞাপন
বিজ্ঞাপন