রংপুর অঞ্চলের কবিদের লেখা নিয়ে বিশেষ আয়োজন - রংপুরের কবিতা
এক বিকালের রূপ
ওয়াসিম আহমেদ শান্ত
১১ নভেম্বর, ২০২১ , ১:০৩ অপরাহ্ণ ; 534 Views
এক বিকালের রূপ
শিল্প পটে একে
নদীর স্রোতে ডুব
আর ঊঠা হয়নি
বরফ ভেঙেছে বাদলে বাদলে
সতেজ নির্মল গল্প
শেষ হবে শেষের কবিতা
এখনো
সে বিকালের কাব্য তুমি