মাছ তার শৈশব ও সকল শিশুর কথা ভুলে
আমাকে দিতেছে দেহ তুলে ৷
আমিও সাঁতার জানি আর জানি
চিতলের ভাব
চিৎ হয়ে শুয়ে থাকা আরও আরও
মাছের স্বভাব;
আর জানি কালোরাতে কৈ ও কাতলের ভাষা
কেননা স্বদেশে আমি মাঝারি মাছের
এক চাষা ৷
চাষবাস করি মাছ জলেতে কাটিয়ে দেই রাত
বুঝি না জলের ভাষা মাছের ভাষায় কুপোকাত ৷
জন্ম ও বসবাস: রংপুর
ahmedmoudud81@gmail